বাস চলাচল বন্ধ তাই বিকল্প পথে জনসভায় আসছে মানুষ
SANDWIP JUBO DOL
🤜B N P🤛
বাস চলাচল বন্ধ তাই বিকল্প পথে জনসভায় আসছে মানুষ
রাজশাহী শহরের বিভিন্ন পয়েন্ট জড়ো হচ্ছে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা। মাদ্রাসায় জেডিসি পরীক্ষা চলায় এখনই জনসভাস্থলে যেতে পারছেন না নেতাকর্মীরা। তবে শহরের বিভিন্ন পয়েন্টে রাজশাহীর আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। পরীক্ষা শেষ হলে তারা মিছিল নিয়ে যোগ দেবেন জনসভায়।
তবে বিভিন্ন জেলা থেকে রাজশাহী অভিমুখে বাস চলাচল বন্ধ করে দেয়ায় সমাবেশে যোগ দিতে বিকল্প পথে বেছে নিয়েছেন লোকজন। নৌকা, ট্রেন বা ছোট ছোট যানবাহন ব্যবহার করে আসছেন অনেকে।
পদ্মার পাড়, চিড়িয়াখানা, ঈদগাহ মাঠ, রেল স্টেশন, রাজশাহী বিশ্ব বিদ্যালয়সহ শহরের বিভিন্ন পয়েন্ট খন্ড খন্ড আকারে নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। রাজশাহী ও আশপাশের জেলায় পরিবহন বন্ধ থাকায় নেতাকর্মীদের আসতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। rtnn
আরও পড়ুন -কাজ শেষ না হলে খেতে হবে তেলাপোকা কিংবা মূত্র
চীনের গুইঝোউ প্রদেশের একটি গৃহসজ্জা নির্মাণকারী কোম্পানিতে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে না পারলে খাওয়ানো হয় তেলাপোকা কিংবা মূত্র। পাশাপাশি বেল্ট দিয়েও মারা হয় তাদের।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কোম্পানিটিতে শ্রমিকদের এভাবেই নির্যাতন করা হত। শুধু তাই নয়, মাথা ন্যাড়া করা কিংবা কমোডে মুখ ঢুকিয়ে সেই পানিও পান করানো হত তাদের। প্রকাশ্যেই তাদের এইসব শাস্তি দেয়া হত।
এইসব নির্যাতন সহ্য করতে না পেরে কয়েকজন কর্মী কাজ ছেড়ে দিলে, তাদের কাছ থেকেই নির্যাতনের এই ভয়াবহ ঘটনা জানা যায়। তবে বেশিরভাগ কর্মী নিরবেই এসব অত্যাচার সহ্য করতেন।
এদিকে ব্যাপারটি জানার পরই ব্যবস্থা নিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। স্থানীয় একটি আদালত ইতোমধ্যে কোম্পানির তিনজন ম্যানেজারকে কারাদণ্ডের নির্দেশও দিয়েছেন। উল্লেখ্য, দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যপারটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
চীন থেকে ২০০ মিটারগেজ কোচ কিনছে বাংলাদেশ
রেলওয়ের উন্নয়ন ও আধুনিকায়নে চীনের একটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ কিনছে সরকার।রোববার রাজধানীর রেলভবনে চীনের সিআরআরসি সিফাং কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। চুক্তিতে সিআরআরসি সিফাং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট চেন জিয়ানপেং ও বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মৃণাল কান্তি বণিক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয়, চুক্তি অনুযায়ী চীনা প্রতিষ্ঠানটি ২০ থেকে ২৭ মাসের মধ্যে সবগুলো কোচ সরবরাহ করবে, যার মুল্য ৮৪.৯৭ মিলিয়ন ডলার। এবং বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯২৭ কোটি ৫১ লাখ ৬৯ হাজার টাকা।
চুক্তি অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, এ সরকারের মেয়াদে ২৭০টি কোচ রেলবহরে যোগ হয়েছে। ইন্দোনেশিয়া থেকে আরো ২০০টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ কোচ এ বছরের শেষ নাগাদ আসতে শুরু করবে। এছাড়া, কোরিয়া থেকে ৫০টি মিটারগেজ কোচ এবং পদ্মা সেতু প্রকল্পের মাধ্যমে ১০০টি মিটারগেজ কোচ আনা প্রক্রিয়াধীন আছে। ৪৬টি ইঞ্জিন এ মেয়াদে আনা হয়েছে। ৭০ টি ইঞ্জিন কোরিয়ার হুন্দাই কোম্পানি সরবরাহ করবে। এডিবির অর্থায়নে ৪০টি প্রক্রিয়াধীন আছে।
তিনি বলেন, অবহেলিত রেল খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রেলওয়ের আমূল পরিবর্তন হবে। বর্তমানের তুলনায় রেলওয়ের মাধ্যমে আরও অধিক হারে যাত্রীদের সেবা করা সম্ভব হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment