✴গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন✴
SANDWIP JUBO DOL 🤜B N P🤛 ✴গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন✴ ১৫ আগস্ট, ১৯৪৫ সাল। বাংলাদেশের ইতিহাসের সবচে গুরত্বপূর্ণ একটি দিন।। পৃথিবীর আকাশে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতম কালো মেঘ কেটে শান্তির নতুন সূর্য উঠেছে। সেই সময়প্রবাহে ভারতবর্ষের আকাশেও একটি শান্তির পায়রার আগমন ঘটে। শরতের স্নিগ্ধ ভোরে জলপাইগুড়ি জেলা শহরের মুজমদার পরিবারে জন্মগ্রহন করেন খালেদা খানম পুতুল। সেদিনের খালেদা খানম পুতুল আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর শান্তির পতাকা হাতে আবির্ভূত হওয়া শিশুটি যে বড় হয়ে বাংলাদেশের ১৬ কোটি মানুষের মুক্তির প্রতীক হয়ে উঠবেন সেটা বোঝা গিয়েছিল শৈশবেই। সে কারণে বাবার বন্ধু ডাক্তার অবনী গুহ নিয়োগি শান্তির আবাহনের প্রতীক হিসেবে খালেদা জিয়ার আরেক নাম দিয়েছিলেন ‘শান্তি’। বাবা জনাব এস্কান্দার মজুমদার ও মা বেগম তৈয়বা মুজমদার। খালেদা জিয়ার বয়স যখন দুই বছর তখন ৪৭-এ...
Comments
Post a Comment