‘সাজা যতই দিক তবুও মাথা নত করবো না

👉‘সাজা যতই দিক তবুও মাথা নত করবো না’👈



নেত্রীর মেসেজ সুস্পষ্ট, দলের নেতাকর্মীরা যদি দেশের মানুষকে সম্পৃক্ত করে অধিকার আদায়ে ব্যর্থ হয় তবে বাকী জীবন জেলেই কাটাবেন তবুও অন্যায়কারীদের সাথে আঁতাত করে আয়েশী জীবন কাটেবন না।

পর পর দুই দিনে পৃথক মামলায় ফরমায়েশী রায়ে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজার রায় নিয়ে মোটেও বিচলিত নন তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির সমাপনী বক্তব্যে বেগম খালেদা জিয়ার এই বার্তার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন,
আমাদের চেয়ারপারসনের সাজার মেয়াদ বাড়িয়ে দেয়া হলো। বিষয়টি নেত্রীকে জানানোর পর তিনি বলেছেন, ‘সাজা যত দেয়ার দিক। তবুও মাথা নত করবো না।’
এই নারীকে সত্যই একদিন এদের মানুষ মিস করবে, তখন তিনি থাকবেন না।
একদিন তাঁকে নিয়ে এদেশের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিবে তখন তিনি থাকবেন না।
তিনি এক লৌহ মানবী, গণতন্ত্রের যোদ্ধা, আত্মপ্রত্যয়ী, নির্লোভ সাহসী নারী নেত্রী ।।

Comments

Popular posts from this blog

✴গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন✴

তেতুল এখন মিষ্টি …অনেক অনেক অনেক মিষ্টি…।

তুমি কেডা? নুরুল হুদা আর বেহুদা: রব