মেজর জেনারেল জিয়াউর রহমান বীরোত্তম এর ৭ নভেম্বর, ১৯৭৫ অপরাহ্নে জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণ

মেজর জেনারেল জিয়াউর রহমান 

বীরোত্তম এর ৭ নভেম্বর, ১৯৭৫ অপরাহ্নে জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণ


প্রিয় দেশবাসী,

আসসালামু আলাইকুম।

বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থে ও নিরাপত্তা বিধানে অংশগ্রহণকারী সেনা, নৌ, বিমান, বিডিআর, পুলিশ, আনসার বাহিনীর ভাইদের এবং মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সৈনিকদের আমি অভিনন্দন জানাচ্ছি।  সশস্ত্র বাহিনীর ভাইদের স্ব স্ব কর্তব্যস্থলে প্রত্যাবর্তনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মহত্তর উদ্দেশ্য সাধনে সর্বান্তকরণে সমর্থন জ্ঞাপনের জন্য এবং আল্লাহতালার উপর অবিচল আস্থা স্থাপনের জন্য আমি দেশপ্রেমিক জনসাধারণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আল্লাহতালা আমাদের সকলের সহায় হোন।

খোদা হাফেজ।

বাংলাদেশ জিন্দাবাদ।

Comments

Popular posts from this blog

✴গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন✴

তেতুল এখন মিষ্টি …অনেক অনেক অনেক মিষ্টি…।

তুমি কেডা? নুরুল হুদা আর বেহুদা: রব