Posts

মিথ্যা ও ভিত্তিহীন মামলায় কারাগারে বন্দি খালেদা জিয়া

Image
মিথ্যা ও ভিত্তিহীন মামলায় কারাগারে বন্দি  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে  প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে খুলনা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির  জনসমাবেশ চলছে।

সিরিয়ায় মানুষের সাহায্য করার জন্য এগিয়ে গেলেন

Image
সিরিয়ায় মানুষের সাহায্য করার জন্য এগিয়ে গেলেন  সুপারস্টার আমির খান ধন্যবাদ কিংবদন্তি ভারতীয় এই অভিনেতাকে

হ্য আপনাদের কেই বলছি

Image
হ্য আপনাদের কেই বলছি ?   আপনারা যার মন্ত্রী হওয়ার জন্য অপেক্ষায় আছেন।  তাদের কি মনে থাকবে এই ভিক্ষুক দের।  যারা মায়ের মুক্তির পোষ্টার দেখে চোখের জল ফেলতেছে ।

আগামীকাল ১০ই মার্চ প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদ রফিকুল ৮র্থ তম ঘুম দিবস

Image
★ আগামীকাল ১০ই মার্চ প্রিয়নেতা সালাহউদ্দিন আহমদ'র ৪র্থ তম গুম দিবস ★   গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীনবাবে লঁড়ে যাওয়া সাহসী নেতৃত্বকে হত্যা করার উদ্দেশ্যে অবৈধ হাসিনা বুবুর পদব্রষ্ট প্রশাসনিক সদস্য দ্বারা গত ১০ইং মার্চ ২০১৫ইং - প্রিয়নেতা সালাহউদ্দিন আহমদকে গুম করেছিল, আল্লাহর অশেষ রহমত ও গণমানুষের দোয়ায় পরিশেষে প্রিয়নেতা ফিরে পায়। আগামীকাল ভুলে না যাওয়া সেই ১০ই মার্চ । জাতির ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরম দুঃসময়ে প্রিয়নেতার শূন্যতা অনুভব করছে সমগ্র জাতী ,আমরা সকলেই প্রিয়নেতার জন্য দোয়া করি, যাতে সম্পৃর্ণ সুস্থ হয়ে, দ্রুত আইনী লড়াইয়ের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন করে, গগণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশকে অবৈধ ও বাকশাল মুক্ত করতে পারেন...

বায়তুল মোকাররম মার্কেটে অগ্নিকাণ্ড

Image
বায়তুল মোকাররম মার্কেটে অগ্নিকাণ্ড  রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের ঠিক আগে মার্কেটের পূর্বপাশের একটি গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ আহত হননি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি জিয়া।

আলাল ভাইকে গলা চেপে রাখা ও রাজকে গলা ধরে নিয়ে যাওয়া জানোয়ারের পরিচয়,

Image
আলাল ভাইকে গলা চেপে রাখা ও রাজকে গলা ধরে নিয়ে যাওয়া জানোয়ারের পরিচয়, " আলাল ভাইকে গলা চেপে রাখা ও রাজকে গলা ধরে নিয়ে যাওয়া জানোয়ারের পরিচয়,    নামঃ ফরহাদ বাড়ি: গাজীপুর কাপাসিয়া জানোয়ার ফরহাদের ভাই  ছাত্রলীগ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মামুন।  মামুন হলো.. সোহাগ/নাজমুল কমিটির সহ-সভাপতি।  মামুন কুষ্টিয়া ইসলামিক ভার্সিটি এর কুখ্যাত টিচার। যে ভার্সিটি এর বাগানে  তার ছাত্র নামধারী ছাত্রলীগ এর শিষ্যদের গোপনে অস্ত্র ট্রেনিং দিত।  যা মিডিয়াতে ভাইরাল হয়েছিল।এই অস্ত্রবাজ ছাত্রলীগের ক্যাডার  মামুনের ছোট ভাই হল ফরহাদ।যে অতি উতসাহী পুলিশের ক্যাডার।  সে ঢাকা ভার্সিটি এর ২০০৫-০৬ শিক্ষাবর্ষ এর ইংলিশ ডিপার্টমেন্ট এর ছাত্র।এস.এম হলের ছাত্র । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রুবেল মিয়া প্রচার সম্পাদক ন্যাশনালিষ্ট অনলাইন ফোরাম কেন্দ্রীয় কমিটি

১৯৭১রে পাক হানাদার বাহিনী ২০১৮ সালে আওয়ামী পুলিশ বাহিনী ? ? ?

Image
১৯৭১রে পাক হানাদার বাহিনী   ২০১৮ সালে আওয়ামী পুলিশ বাহিনী ? ? ?  আমরা কোন স্বাধীনতায় আছি তা আমরা কেহ বলতে পারি?