লন্ডনে পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে লন্ডনে ট্রাফলগার স্কয়ার ও পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত নেতাকর্মী অংশনেয়। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে প্রথমে লন্ডনের বিখ্যাত ট্রাফলগার স্কয়ারে জড়োহন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল সহকারে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করা হয়। অন্যতায় বিশ্বের প্রতিটি দেশে আন্দোলন আরো বেগবান করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্ব নেত্রীবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। বিএনপি নেতারা বলেন, ১৯৭১ সালেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঐতিহাসিক ট্রাফলগার স্কয়ার থেকে বিশাল মিছিল বের করেন প্রবাসীরা। এবার সেই ঐতিহাসিক স্থান থেকে দেশের গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন শুরু হয়েছে। নেতৃবৃন্দ হুমিয়ারী উচ্চার করে বলেন, দ্রুত বেগম জিয়ারকে মুক্তি না দিলে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।শেষ...
Comments
Post a Comment