Posts

লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নেও বিভক্ত ইসি

Image
লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নেও বিভক্ত ইসি লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নেও বিভক্ত ইসি  একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে নির্বাচন কমিশন। গত সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে বলে আমি মনে করি না। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে। গতকাল এ মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ‘মাহবুব তালুকদার সত্য বলেননি। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে।’ গতকাল মঙ্গলবার রাঙ্গামাটিতে একাদশ সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।  জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমদ বলেন, নির্বাচন শেষ পর্যন্ত আসলে কিভাবে হবে এখনই বলা যাচ্ছে না। এমপি, মন্ত্রিত্ব রেখে লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার সুযোগ কম। এখন পর্যন্ত যে পরিমাণ সহিংসতা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে নির্বাচন কমিশন সঠিকভাবে তাদের কাজ করছে না অথবা করতে পারছে না। আসল

✴গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন✴

Image
SANDWIP JUBO DOL  🤜B N P🤛 ✴গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন✴ ১৫ আগস্ট, ১৯৪৫ সাল। বাংলাদেশের ইতিহাসের সবচে গুরত্বপূর্ণ একটি দিন।। পৃথিবীর আকাশে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতম কালো মেঘ কেটে শান্তির নতুন সূর্য উঠেছে। সেই সময়প্রবাহে ভারতবর্ষের আকাশেও একটি শান্তির পায়রার আগমন ঘটে। শরতের স্নিগ্ধ ভোরে জলপাইগুড়ি জেলা শহরের মুজমদার পরিবারে জন্মগ্রহন করেন খালেদা খানম পুতুল। সেদিনের খালেদা খানম পুতুল আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর শান্তির পতাকা হাতে আবির্ভূত হওয়া শিশুটি যে বড় হয়ে বাংলাদেশের ১৬ কোটি মানুষের মুক্তির প্রতীক হয়ে উঠবেন সেটা বোঝা গিয়েছিল শৈশবেই। সে কারণে বাবার বন্ধু ডাক্তার অবনী গুহ নিয়োগি শান্তির আবাহনের প্রতীক হিসেবে খালেদা জিয়ার আরেক নাম দিয়েছিলেন ‘শান্তি’। বাবা জনাব এস্কান্দার মজুমদার ও মা বেগম তৈয়বা মুজমদার। খালেদা জিয়ার বয়স যখন দুই বছর তখন ৪৭-এর দে

সামনের নির্বাচন ১০ কোটি ভোটারের একটি মুক্তিযুদ্ধ যা ব্যর্থ হতে পারেনা : তারেক রহমান

Image
SANDWIP JUBO DOL  🤜B N P🤛 সামনের নির্বাচন ১০ কোটি ভোটারের একটি মুক্তিযুদ্ধ যা ব্যর্থ হতে পারেনা : তারেক রহমান 'যে নির্বাচন আমরা সামনে দেখছি তা শুধু নির্বাচন বা আন্দোলন নয় বরং এটি একটি মুক্তিযুদ্ধ। এই যুদ্ধের সৈনিক বাংলাদেশের ১০ কোটি ভোটার যাদের অস্ত্র হচ্ছে ব্যালট। যে আন্দোলনের নেতা এবং কর্মী ১০ কোটি সেই আন্দোলন ব্যর্থ হতে পারে না' বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির '৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত এক  আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বক্তব্যের শুরুতেই তিনি যুক্তরাজ্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং দেশে-বিদেশে যারা অনলাইনের মাধ্যমে উক্ত অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশ মানুষের মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। মুক্তিযুদ্ধের পর সাত কোটি মানুষ দেখেছিল মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে তারা যুদ্ধ

লন্ডনের আলোচনা সভায় তারেক জিয়া বলেন-প্রিয় দেশপ্রেকিম সেনাবাহিনী ভাইয়েরা,

Image
SANDWIP JUBO DOL  🤜B N P🤛 লন্ডনের আলোচনা সভায় তারেক জিয়া বলেন- প্রিয় দেশপ্রেকিম সেনাবাহিনী ভাইয়েরা,  আপনারা শেখ হাসিনার ভোট ডাকাতির ইভিএম ব্যবহারে অংশ নিবেন না, আপনাদেরকে বিতর্ককীত করতে আপনাদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার চেষ্টা করবে হাসিনা ও তার কেনা নির্বাচন কমিশনার। আমি একজন সেনা প্রধানের ছেলে হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দেশের সম্পদ ও দেশপ্রেমিক আপনারা কোন ভাবে হাসিনা ষড়যন্ত্রে পা দিবেন না।

যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষ হয়েছে

Image
যুক্তরাজ্য বিএনপি আয়োজিত   আলোচনা সভা শেষ হয়েছে 

যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভা চলছে। প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান

Image
SANDWIP JUBO DOL  🤜B N P🤛 যুক্তরাজ্য বিএনপি আয়োজিত  আলোচনা সভা  চলছে।  প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আগামী নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূল বক্তব্য রাখবেন দেশনায়ক তারেক রহমান ।।

ব্রেকিং নিউজ আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯:০০ টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন

Image
ব্রেকিং নিউজ,,, বাংলাদেশ সময় রাত ৯:০০টায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯:০০ টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন।