লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নেও বিভক্ত ইসি
লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নেও বিভক্ত ইসি লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নেও বিভক্ত ইসি একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে নির্বাচন কমিশন। গত সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে বলে আমি মনে করি না। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে। গতকাল এ মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ‘মাহবুব তালুকদার সত্য বলেননি। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে।’ গতকাল মঙ্গলবার রাঙ্গামাটিতে একাদশ সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমদ বলেন, নির্বাচন শেষ পর্যন্ত আসলে কিভাবে হবে এখনই বলা যাচ্ছে না। এমপি, মন্ত্রিত্ব রেখে লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার সুযোগ কম। এখন পর্যন্ত যে পরিমাণ সহিংসতা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে নির্বাচন কমিশন সঠিকভাবে তাদের কাজ করছে না অথবা করতে পারছে না। আসল